কলেজের ইতিহাস: নীলফামারী জেলার ডোমার উপজেলায় অবস্থিত উত্তর জনপদের একটি শিক্ষা প্রতিষ্ঠান ডোমার সরকারি কলেজ। এলাকার শিক্ষানুরাগী গণ্যমান্য ব্যক্তিবর্গের ঐকান্তিক প্রচেষ্ঠায় ও দানে ১৯৬৯ খ্রিষ্টাব্দে এই শিক্ষা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়। ১০ একর জমির উপর প্রতিষ্ঠিত এই কলেজটিতে রয়েছে প্রশস্ত জায়গা, পুকুর, রাস্তা, মসজিদ ও খেলার মাঠ। পাশে বহমান একটি ছোট নদী । কলেজ ক্যাম্পাসে রয়েছে প্রচুর গাছ-গাছালি। ১৯৮৭ খ্রিষ্টাব্দে কলেজটি জাতীয়করণ করা হয়।
কলেজটি উচ্চ মাধ্যমিক শ্রেণীতে পাঠদানের মাধ্যমে যাত্রা শুরু হলেও ১৯৭৯ খ্রিষ্টাব্দে স্নাতক (পাস) পর্যায়ে পাঠদান শুরু হয়। ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষে কলেজটিতে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে অনার্স কোর্স চালু হয। কলেজটিতে তিন তলা একটি বিল্ডিং রয়েছে যেখানে বিজ্ঞান বিভাগের ল্যাব রয়েছে চারটি। টিনসেড ভবন রয়েছে দুইটি। এছাড়াও বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার টেকসই উন্নয়নের লক্ষ্য বাস্তবায়নের জন্য বিজ্ঞান শিক্ষা প্রসারে গৃহীত পরিকল্পনার অংশ হিসাবে কলেজেটিতে নির্মিত হচ্ছে ছয় তলা একাডেমিক ভবন যেখানে কম্পিউটার ল্যাবসহ সকল আধুনিক সুযোগ-সুবিধা থাকবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে প্রতিষ্ঠানটি এলাকার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হবে। শিক্ষার্থীরা এখান থেকে আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ-বিদেশে ছড়িয়ে পড়বে কর্মের সন্ধানে ফলে এলাকার উন্নয়ন ঘটবে।