অধ্যক্ষের বাণী: আলহামদুলিল্লাহ্, সকল প্রশংসা একমাত্র মহান আল্লাহ্ তায়ালার প্রতি। ডোমার সরকারি কলেজ, নীলফামারী জেলার ডোমার উপজেলার নিভৃত পল্লীতে অবস্থিত একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। ১৯৬৯ সালে এটি প্রতিষ্ঠিত হয় এবং ১৯৮৭ সালে জাতীয়করণ করা হয়। আমি ২০১৯ খ্রি. এর ১৩ অক্টোবর নীলফামারী সরকারি কলেজের বাংলা বিভাগ থেকে বদলি হয়ে অত্র শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যক্ষ পদে যোগদান করি। যোগদানের পর দেখি কলেজটির অবস্থা অত্যন্ত নাজুক। কলেজে শিক্ষক সংকট, একাডেমিক কার্যক্রম পরিচালনার জন্য শিক্ষা উপকরণের সংকট। কলেজের কোন গেট নেই। অবাধে লোকজন কলেজের ভেতর দিয়ে যানবাহনসহ চলাচল করছে। এক কথায় বলতে গেলে শিক্ষার কোন পরিবেশ ছিলনা কলেজটিতে। যোগদানের পর কলেজের সার্বিক উন্নয়নে সার্বক্ষণিক প্রচেষ্ঠা চালিয়ে যাচ্ছি। অবকাঠামোগত উন্নয়নসহ শ্রেণী কক্ষের পাঠদানের পরিবেশ ফিরিয়ে আনতে সক্ষম হয়েছি। জাতীয় দিবস সমূহ যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে। করোনা মহামারির কারণে শিক্ষা কার্যক্রম কিছুটা বাধাগ্রস্থ হলেও অনলাইন ক্লাশ চালু আছে। বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে যাত্রা শুরু করেছে। তারই অংশ হিসবে অত্র শিক্ষা প্রতিষ্ঠানে একটি ছয় তলা একাডেমিক ভবন, একটি পাঁচ তলা ছাত্রাবাস ও একটি পাঁচ তলা ছাত্রীনিবাসের নির্মাণ কাজ চলছে। প্রকল্পগুলি বাস্তবায়িত হলে নতুন নতুন বিষয়ে অনার্স কোর্স চালু হবে, কম্পিউটার ল্যাবসহ অত্যাধুনিক সুযোগ-সুবিধা থাকবে শিক্ষা প্রতিষ্ঠানটিতে।
আমি আশা করি বর্তমানে কলেজের যে উন্নয়ন কাজ শুরু হয়েছে তার ধারাবাহিকতা বজায় থাকলে অল্পদিনের মধ্যেই কলেজটি অত্র এলাকার একটি শ্রেষ্ঠ ও আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিগণিত হবে ইনশাআল্লাহ্।
এ অঞ্চলের সম্মানিত রাজনৈতিক নেতৃবৃন্দ-সুধীজন, অভিভাবক মন্ডলী, ছাত্র-শিক্ষক সকলের আন্তরিক সহযোগিতায় কলেজটি গ্রামীন জনপদের একটি সেরা শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হোক এটাই আমার প্রত্যাশা।
পরিশেষে সকলের সার্বিক কল্যাণ কামনা করছি।
প্রফেসর মোঃ আব্দুল হামিদ-৫৯৭৪
অধ্যক্ষ
ডোমার সরকারি কলেজ
ডোমার, নীলফামারী।